নিউজ ডেস্ক // টানটান উত্তেজনা,শ্বাসরুদ্ধকর ও রোমাঞ্চকর ক্রিকেট লড়াইয় হতে যাচ্ছে আজ। ট্রফির লড়াইয়ে আজ রোববার (১১ সেপ্টেম্বর)বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জান্তিক স্টেডিয়ামে লড়বে পাকিস্তান-শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল আফগানদের কাছে হেরে।পরের ম্যাচে বাংলাদেশের সঙ্গে দুর্দান্ত প্রত্যাবর্তন। টানটান উত্তেজনার ওই ম্যাচে জিতে শ্রীলঙ্কা যেন হয়ে ওঠে এশিয়ার আসল বাঘ। এরপর টানা তিনটি ম্যাচই জিতেছে দলটি। ভারতের পর ফাইনালের মহড়ায় হারিয়েছে পাকিস্তানকেও। সেই দলেরইতো ফাইনালের লড়াই করাটা প্রাপ্য। এবার অপেক্ষা রোমাঞ্চকর এক ফাইনালের।
ফাইনালের আগে ব্যাটারদের রান না পাওয়া দুশ্চিন্তায় ফেলেছে অধিনায়ক বাবর আজমকে। এর আগের ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হারতে বসেছিল পাকিস্তান। শেষ ওভারে পেসার নাসিম শাহের দুই ছক্কায় রক্ষা পায় তারা। নিশ্চিত করে ফাইনাল।
এবার ফাইনালেও ব্যাটিংয়ে ভরাডুবি হলে শিরোপা হাতছাড়া হবে শ্রীলংকার কাছে। সেই লক্ষ্যে পূর্ণ ব্যাটিং শক্তি নিয়েই নামবে পাকিস্তান।
কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাপাকসে, দাসুন সাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, দিলশান মধুশঙ্কা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।