পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন একতা ও উন্নয়ন প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন উপলক্ষে প্রার্থী ও ভোটারদের ভেতর উৎসবের আমেজ বিরাজ করছিল।
কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দুটি প্যানেলের ২৫ জন প্রার্থী অংশগ্রহণ করছেন । এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন, গ্রন্থাগার সম্পাদক পদে ১ জন ও নির্বাহী সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
আশরাফ-জয়দেব নেতৃত্বাধীন একতা ও উন্নয়ন প্যানেলে সভাপতি পদে আশরাফ-উজ-জামান খান, সহ-সভাপতি পদে মোতাহার হোসাইন ও আব্দুল হাই সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদক পদে উৎপল দে ও সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান, দপ্তর সম্পাদক পদে মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহীন, নির্বাহী সদস্য পদে আব্দুস সাত্তার মোল্যা, আব্দুর রাজ্জাক, শাহীনুর রহমান, আব্দুল করিম এবং মেহেদী হাসান জাহিদ নির্বাচন করেছেন। এ প্যানেলের গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছেন।
এছাড়া, সংস্কারপন্থী প্যানেলে সভাপতি পদে আজিজুর রহমান, সহ-সভাপতি পদে রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক পদে ওয়াজেদ খান ডবলু, যুগ্ম সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ পদে রুহুল আমিন, দপ্তর সম্পাদক পদে সোহেল পারভেজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুশান্ত কুমার মল্লিক এবং নির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন কবির হোসেন, তন্ময় মিত্র বাপী ও আলমগীর হোসেন। কেশবপুর প্রেসক্লাবে দুই বছর পর পর ভোটের মাধ্যমে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন প্রেসক্লাবের সদস্য মদন সাহা অপু ও রুহুল আমীন খান। নির্বাচন কমিশনার আব্দুস সালাম জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।