মোঃ শরিফুল ইসলাম// নিম্নচাপের কারণে গতকাল রোববার হতে খুলনায় মাঝারি থেকে ভারী বৃষ্টিতে খুলনার অধিকাংশ রাস্তাঘাট,ড্রেন তলিয়ে গেছে। আজ মঙ্গলবারও মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন এলাকা তলিয়ে গেছে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল বুধবার পর্যন্ত এ বৃষ্টিপাত চলতে পারে। কোনো কোনো এলাকায় বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি।
শহরের বিভিন্ন রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বাইরে বের হয়ে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে।টানা বৃষ্টিতে সড়কে পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্কুল শিক্ষার্থী,ব্যবসায়ী,শ্রমজীবী ও অফিসগামীরা।সব চেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো।
নগরীতে রিক্সা চালায় এমন একজনের সাথে কথা হয় তিনি বলেন,বৃষ্টির কারনে দেরিতে বের হয়েছি।সকাল ১১টা এসে এখন বেলা ২টা বাজে কোন ভাড়া পাইনি।এমনকি বৃষ্টিতে ভিজে খুব শীত লাগছে।আজ হয়তো আর ভাড়া পাবোনা।
ফুটপাতের দোকানদার জানালেন,আজ দোকান পাতাতে পারিনি।বৃষ্টিতে কি যে করবো ভেবে পাচ্ছিনা।তার উপর বুধবার সমিতির টাকা দিতে হবে।
নগরীর বেশ কিছু বাজার ঘুরে দেখা যায়,প্রায় সব বাজারই ক্রেতা শুন্য।অলস সময় পার করছেন বাজারের দোকানিরা।
এদিকে টানা বৃষ্টির প্রভাব পড়েছে খুলনার পার্শ্ববর্তী পাইকগাছা,কয়রা,মোংলা এবং বাগেরহাটের বিস্তীর্ণ এলাকা।এসব এলাকায় নদী পানি বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় ঐ অঞ্চলের বাসিন্দারা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।