শরিফুল ইসলাম // লঘুচাপের কারণে গত দুই দিন ধরে বৃষ্টি ঝরছে খুলনায়।বৃষ্টির কারণে নগরীতে সিএনজি,মাহেন্দ্রা, অটোরিকশাসহ অন্যান্য গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে। এতে গন্তব্যে যেতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আজ বুধবার(১৪ সেপ্টেম্বর)সকালে নতুনবাজার, নিউমার্কের্ট ,রূপসা,শীববাড়ি,সোনাডাঙ্গা,গল্লামারী এমন চিত্র দেখা গেছে।গত তিন দিন ধরেই নগরীতে বৃষ্টি হয়ে চলেছে।তবে দুই দিন মাঝেমধ্যে বৃষ্টি হলেও গতকাল থেকে অঝোরে ঝরছে বৃষ্টি।দিনে রাতে সব সময়।রাতে কর্মজীবী মানুষেরা ঘুমিয়ে থাকলেও সকালে বৃষ্টি অব্যাহত থাকায় কর্মমুখী মানুষকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। এর পাশাপাশি যানবাহন সংকট সেই ভোগান্তিকে আরও বাড়িয়ে তুলেছে।
নগরীর শীববাড়ি এলাকায় সকাল সাড়ে আটটার সময় অফিসে যাবার সময় ভোগান্তিতে পড়েন আরমান।দীর্ঘক্ষন দাড়িয়ে থেকেও কোন যানবাহন পাননি।ফলে নির্দিষ্ট সময়ে যেতে পারেননি অফিসে। আরমান বলেন, সকালে সড়কে যানবাহন কম মনে হচ্ছে। অন্যান্যদিন এক-দুই মিনিটের মধ্যে পাই। কিন্তু আজ অপেক্ষা করতে হচ্ছে।তার উপর বৃষ্টি হয়েই চলেছে।ছাতাতেও মানছেনা,জামা কাপড় ভিজে একাকার।
অধিকাংশ স্কুলের শিক্ষার্থীরা ঘরে বসেই শিক্ষা কার্যক্রম চালাচ্ছে।কথা হয় মেহমানে আলিয়া স.প্রা.বিদ্যা. ছাত্র আবিরের সাথে সে জানায়,বৃষ্টিতে রিক্সা-গাড়ি পাওয়া যায়না।এবং আমাদের রাস্তাও পানিতে ডুবে গেছে।তারপর স্কুলেও পানি ওঠে ক্লাসও ঠিকমত হয়না।তাই স্কুলে যাইনি পারিনি।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, আজ ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী রংপুর ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।বৃষ্টির প্রভাব থাকলেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।