পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // যশোরের কেশবপুরে বিরল রোগে আক্রান্ত হুমায়রা খাতুন নামে এক শিশুর পাশে দাঁড়ালো উপজেলা প্রশাসনসহ জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই শিশুটির চিকিৎসার জন্য তার পরিবারের সদস্যদের কাছে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়।
উপজেলার চাঁদড়া গ্রামের অসহায় দিনমজুর মনিরুজ্জামান ও গৃহবধূ ইয়াসমিন সুলতানার ৫ মাস বয়সী মেয়ে হুমায়রা খাতুনের ডানপাশে বোগলের নিচে মাংস বেড়ে বিরল এক রোগে আক্রান্ত হয়েছে। যা চিকিৎসকরা এখনও ঠিকভাবে শনাক্ত করতে পারিনি। শিশুটির উন্নত চিকিৎসার জন্য তার পরিবার আর্থিক সহায়তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের নিকট আবেদন জানায়। বৃহস্পতিবার উপজেলা পরিষদের মাসিক সভায় শিশুটির বিষয়টি তুলে ধরলে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ইউপি চেয়ারম্যান মুনজুর রহমান, হাবিবুর রহমান প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।