এস.এম.শামীম,দিঘলিয়া,খুলনা // আজ খুলনা দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে শ্বারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুশান্ত সরকার পিপিএম।
খুলনা জেলার প্রতিটি পূজা মন্দিরে সুন্দর ভাবে যাতে হিন্দু সম্প্রদায় পূজা উদযাপন করতে পারে তার জন্য পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।তিনি আরও বলেন গাজীরহাট ইউনিয়নের প্রতিটি পূজা মন্দিরে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে তিনি জানান।
এছাড়াও উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মোহাম্মাদ শওকত কবির, ওসি ডিবি, খুলনা জেলা,দিঘলিয়া থানা ইনচার্জ(ভারপ্রাপ্ত)রিপন কুমার সরকার,গাজীরহাট ইউনিয়নে চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডূ,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোল্লা আব্দুস সালাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাছা,উপজেলা পূজা কমিটির সভাপতি সৌমিত্র দত্ত, সাধারন সম্পাদক প্রদীপ বিশ্বাস,গাজীরহাট পুলিশ ক্যাম্পের আই সি সুব্রত বিশ্বাস সহ গাজীরহাট ইউনিয়নের প্রতিটি পূজা মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদক সহ আরও অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।