মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি // দক্ষ পুলিশ,সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় সুধিজনের সঙ্গে মতবিনিময় করেছেন নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন।গতকাল রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে থানা হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসন্ন দুর্গা পূজা নির্বিঘ্নে সম্পন্নকরণে পুলিশের সহযোগিতা কামনা করেন।
কালিয়া থানা পুলিশের আয়োজনে সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল প্রনব কুমার সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাদিরা খাতুন কালিয়ায় মাদক, জুয়া ও ইভটিজিং ও বিভিন্ন অপরাধ নির্মুলে পুলিশের জিরো টলারেন্স ভূমিকার কথা উল্লেখ করে বলেন, থানাকে সাধারণ মানুষের আস্থার আশ্রয়স্থল হিসেবে তিনি দেখতে চান। পাশাপাশি আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসব মুখর পরিবেশ পালনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা,শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ তপন কুমার দাশ,কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু, মহিলা ভাইচ চেয়ারম্যান সোহেলী পারভীন নীরি, হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান পলি বেগম, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর নড়াইলের সমন্বয়ক শরিফুজ্জামান প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।