মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি // বটিয়াঘাটায় জলমা তহশীল অফিসের ঘূষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আয়োজনে গতকাল রবিবার বিকেলে এক মানববন্ধন কর্মসূচি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য জলমা তহশীল অফিস ও উপজেলা ভূমি অফিস দীর্ঘদিন যাবৎ দালাল দ্বারা পরিচালিত হয়ে আসছে।বিগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান ভূমি অফিসের দালাল নির্মূল করতে অভিযান চালিয়ে জেল জরিমানা আদায় করলে ও তিনি অন্যত্র বদলি হলে আবারও দালালদের দৌরাত্ম মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে।
একাধিক সূত্র জানিয়েছে,জলমা তহশীল অফিসের সহকারী তহশীলদার মোঃ তৌহিদুর রহমান দীর্ঘদিন ধরে ১০ টাকার দাখিলা/ খাজনা ১০০০ টাকা এবং ১ হাজার টাকার দাখিলা ১ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।কিন্তু দাখিলায় সরকারি রাজস্ব আদায় লেখায় মাত্র ১০০ টাকা থেকে ৫০০ টাকা।উল্লেখ্য জলমা তহশীলের সহকারী তহশীলদার তৌহিদের দাখিলা ঘুষ বাণিজ্য বাস্তবায়নের লক্ষ্যে তার নেতৃত্বে গড়ে তুলেছেন বিশাল দালাল সিন্ডিকেট।এছাড়া উপজেলা ভূমি অফিসেও চলছে ডিজিটাল স্টাইলে ঘুষ ও অনিয়ম।দালালদের কাজ ছাড়া সাধারণ মানুষের কোন কাজ হচ্ছে না।দালালদের মাধ্যমে জমির শতাংশ হিসেবে ঘুষের অর্থ পরিশোধ করতে হচ্ছে বলে একটা সূত্র জানিয়েছে।
অপরদিকে জলমা তহশীল অফিসের ভূমিদাতা রমা কান্ত মল্লিক ভূমি দান করে মানবেতর জীবনযাপন করছে।ভূমি অফিসে গেলে তাকে তাচ্ছিল্যে চোখে দেখা হয় বলে অভিযোগ উঠেছে।অন্যদিকে ঝাড়ুদার শান্তি লতা মল্লিক ও তার স্বামী সমর মল্লিক জলমা তহশীল অফিসের মটর চালিয়ে বিদ্যুতের অপচয় করে চলেছে।এছাড়া শান্তি ঝাড়ুদার হয়ে দালালদের স্বার্থ রক্ষার্থে সরকারের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লালশালুর খতিয়ান বই চুরির ও ছিঁড়ে ফেলার অভিযোগ রয়েছে।
এব্যাপারে জলমা তহশীল অফিসের তহশীলদার কৃষ্ণ পদ দাস বলেন,যদি কোন ভূক্তভোগীর সাথে অনিয়ম ও দুর্নীতি করে তাহলে উক্ত ভূক্তভোগী অবশ্যই আইনের আশ্রয় নিতে পারেন।তবে এধরনের কোন ঘটনার কথা আমার জানা নেই।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মমিনুর রহমান বলেন,জেলা প্রশাসকের কার্যালয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে।অভিযোগটি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এব্যাপারে ভূক্তভোগী এলাকাবাসী ভূমি অফিসের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট উদ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।