খুলনার খবর // চুয়াডাঙ্গায় কৃষি উন্নয়ন বিষয়ক জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্প- ‘চাষাবাদ’ আয়োজিত এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুজ্জামান।
অনুষ্ঠানে জেলা কৃষক জোটের সভাপতি আব্দুল মোমিন টিপু ন্যায্য মূল্যে সার-বীজ-কীটনাশক প্রাপ্তি নিশ্চিত করা, শুধুমাত্র কৃষকের জন্য কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে ডিজেল ও সারের ব্যবস্থা করা, জেলা পর্যায়ে মাটি পরীক্ষাগার নির্মাণসহ ১৬টি প্রস্তাবনা পেশ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।