মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি // নড়াইলে ১৫৭ অসচ্ছল খেলোয়াড়কে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ২৭ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।এর মধ্যে গুরুতর অসুস্থ চার খেলোয়াড়কে ২ লাখ টাকা করে এবং বাকি ১৫৩ জনকে মোট ২৩ লাখ টাকা দেওয়া হয়েছে। নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেকগুলো দেওয়া হয়েছে।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব আশিকুর রহমান মিকু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইল জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মন্নু, ফুটবল কোচ ও সাংবাদিক কার্ত্তিক দাস, লোহাগড়া উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়াতুজ্জামান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কর্মকর্তা মো. লতিফুর সরকার প্রমুখ। টেবিল টেনিস, অ্যাথলেটিকস, ক্রিকেট, বক্সিং, হ্যান্ডবল খেলার সঙ্গে জড়িত অসচ্ছল খেলোয়াড় ও সংগঠকদের এসব অনুদান দেওয়া হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।