বটিয়াঘাটা,প্রতিনিধি // খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলা এ বছর ৭টি ইউনিয়নে ১১৪টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে মণ্ডপগুলোতে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি।
বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা যায়, সকাল থেকে রাত পর্যন্ত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দেবী দুর্গা এ বছর ঘোড়ায় চড়ে আসবেন আর যাবেন নৌকায় করে।
আগামী ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে দুর্গাপূজার এই উৎসব। পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।
বটিয়াঘাটা উপজেলা পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী, এ বছর ১১৪ টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কোনটি ঝুকিপূর্ণ মনে করছেনা আইনশৃঙ্খলা বাহিনী।সকল মণ্ডপে নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রতিবছরের মতো এবারও পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা কাজ করবেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাজালাল বলেন প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। সেই সঙ্গে পূজা উদযাপন কমিটিকে পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে।৩০সেপ্টেম্বর থেকে পূজার শেষ দিন পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।