নিউজ ডেস্ক// টিকার মেয়াদ শেষসহ বিভিন্ন কারণে আগামী ৩ অক্টোবরের পর করোনা টিকার প্রথম ডোজ আর দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে দ্বিতীয় ডোজ ও বুস্টার বা তৃতীয় ডোজ দেওয়ার কার্যক্রম চলবে।
এছাড়া আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী করোনা টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন চলবে বলেও জানিয়েছে অধিদপ্তর।গতকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে প্রথম ডোজের ভ্যাকসিন নিতে হবে। অন্যথায় ৩ অক্টোবরের পর আর প্রথম ডোজ নেওয়া যাবে না। এছাড়া ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরাও টিকা পাবে।
উল্লেখ্য, দেশে প্রায় ৩৩ লাখ মানুষ এখনো করোনা টিকার প্রথম ডোজ এবং প্রায় ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নেননি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।