আল-হুদা মালী স্টাফ রিপোর্টার// আমাদের কান্না শুনতে কি পান না? আমারা বেঁচে থাকার অধিকার চাই, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্যামনগর উপজেলার উপকূলীয় বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্রামে সুপেয় খাবার পানি সংকট নিরসনে প্রতিকী খালি কলস নিয়ে মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্টিত হয়েছে।
রবিবার(২৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বেসরকারি সংস্থা বারসিকের সহযোগিতায় উপকূলীয় সেচ্ছাসেবী সংগঠন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, ও সিডিও ইয়ূথ টিম এই কর্মসূচি আয়োজন করছে।
পানি সংকট নিরসন কর্মসুচিতে অংশ গ্রহনকারীরা বলেন, উপকূলীয় অঞ্চলে পানির রাজ্যে পানি নেই, আমাদের পানি কিনে খেতে হয়। প্রতি বছর ২-৩ বার নদী ভাঙনের ফলে মিষ্টি পানির আধার গুলো লবন পানিতে ডুবে যায়। আমরা নিরাপদ পানি চাই সাথে সাথে টেকসই ভেড়ীবাধ চাই। এই মিছিলে যুব টিম ও স্থানীয় নারী পুরুষদের স্বতঃফুর্ত অংশগ্রহণ ও ছিল চোখে পড়ার মত।
খাবার পানি সংকট নিরসন মিছিলে জনগোষ্ঠীর যে পরিমাণ পানির কষ্ট সেটা বুঝাতে তারা প্রতিবাদ স্বরুপ প্রতিকী খালি কলস নিয়ে মিছিল ও গনস্বাক্ষর করেন।
এই সময় উপস্থিত ছিলেন, বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের কর্মকর্তারা ও যুব টিমের সদস্যবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।