পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে হাজার-হাজার নেতাকর্মীরা একটি আনন্দ শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই গিয়ে শেষ করেন।
আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ অনুষ্ঠানটি সঞ্চালনা
করেন।
এ সময় উপস্থিত ছিলেন,যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু,এ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,যুগ্ন-সম্পাদক ইয়ার মাহমুদ,সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল,উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান,সাধারণ সম্পাদক রমেশ চন্দ্ৰ দত্ত,উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক শাহাদাত হোসেন,জাতীয় শ্রমিক লীগের কেশবপুর উপজেলার আহবায়ক সরদার মুনসুর আলী, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুস সামাদ,সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান খান মুকুল।
পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব,হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ,এছাড়াও উপজেলা ও পৌর আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা লীগ, কৃষক লীগ,সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দের উপস্থিতিতে অডিটোরিয়ামের হলরুম ও প্রাঙ্গণ কানাই কানাই পরিপূর্ণ ছিলো।
অনুষ্ঠানের আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।