আল-হুদা মালী,সাতক্ষীরা // জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে নানা ধরনের সংকট দেখা দিয়েছে।এসমস্ত সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।শুক্রবার (৩০সেপ্টেম্বর) বিকালে গবেষনা প্রতিষ্টান বারসিকের সহায়তায় জনসংগঠন সমন্বয় কমিটি,এসএসএসটি ও সিডিও যুব টিমের উদ্যোগে মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপিতে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারনে সৃষ্ট দূর্যোগের ফলে স্থানীয় জনগোষ্টির বর্তমান অবস্থা তুলে ধরা হয়।
এই প্র্সংগে সংসদ সদস্য বলেন,আমি এই উপকূলীয় এলাকার মানুষ।সব ধরনের দুর্যোগে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং থাকবো, আমি আপনাদের দাবীর সাথে একমত পোষন করছি।তিনি আরো বলেন মহান জাতীয় সংসদে এই বিষয়ে তুলে ধরার চেষ্টা করবো। আপনাদের দাবী এটা আমারও দাবী এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌছে দেব এবং আমাদের উপকূলের মানুষের কথা তুলে ধরবো।স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে এস,এস,টি, সিডিও যুব টিমের সদস্য, উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি ও বেসরকারী গবেষনা প্রতিষ্টান বারসিকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।