এস.এম.শামীম,দিঘলিয়া(খুলনা) প্রতিনিধি// খুলনার দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয়া দূর্গাপূজা অনুষ্ঠিত হবে ৬o টি পূজা মন্দিরে।এর মধ্যে গাজীরহাটে ২৬টি,বারাকপুরে ১৭টি,দিঘলিয়ায় ৫টি,সেনহাটীতে ৯টি,আড়ংঘাটায় ১টি এবং যোগিপোল ইউনিয়নে ২টি পূজা মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,মন্ডপগুলোতে ইতিমধ্যে খড় ও মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ পর্য়ায়ে বাকি আছে রং তুলির কাজ।মৃৎশিল্পিরা তাদের নিপুন হাতের ছোঁয়ায় দেবীর কৃত্রিম জীবন দানের কাজ করছে দিনরাত।দেবীকে স্বাগত জানাতে সর্বএ চলছে অনন্দঘন পরিবেশ।উপজেলার হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে বইছে আনন্দের জোয়ার।দূর্গা পূজার সর্বশেষ পরিস্হিতি জানতে কথা হয় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সৌমিএ কুমার দওের সাথে, তিনি এ প্রতিনিধিকে বলেন, আমরা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী পূজা উদযাপন করার জন্য সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দদের নির্দেশনা দিয়েছি। এখন পর্যন্ত দিঘলিয়া উপজেলার কোথাও কেন অপৃতিকর কোন ঘটনা ঘটেনি।প্রতি বছরের ন্যায় এ বছরও আইনশৃঙ্খলা বাহিনি যথেষ্ট সক্রিয় আছে।মাননীয় প্রধানমন্ত্রী ও স্হানীয় সংসদ সদস্যের পক্ষ থেকেও যথেষ্ট সহায়তা পেয়েছি।সবমিলিয়ে আশাকরি এ বছর পূজা গতবছরের তুলনায় আরো সুন্দরভাবে সম্পন্ন হবে।উল্লেখ্য যে, আজ ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হয়ে ৫ অক্টোবর দেবী বিষর্জনের মধ্যে দিয়ে শেঘ হবে দূর্গাউৎসব।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।