মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি // নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির(৩৪)ওপর একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে।এ সময় দূর্বৃত্তরা তার কাছ থেকে ৯ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। আহত মনির বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় মনির বাদী হয়ে ১০ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।গত বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিয়রবর হাটে এ হামলার ঘটনা ঘটে।
থানায় দাখিলকৃত মামলা সূত্রে জানা গেছে,নড়াইলের লোহাগড়া উপজেলার চর শালনগর গ্রামের লুৎফর রহমানের ছেলে ও নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির,তার ব্যবসায়িক পার্টনার ইতনা এলাকার শেখ জালাল উদ্দীনের ছেলে শেখ লাবু আলম এবং মনিরের আপন ভাই তরিকুল ইসলামকে সাথে নিয়ে পাট কেনার উদ্দেশ্যে গত বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পার্শবর্তী শিয়রবর হাটে পৌঁছালে সেখানে হাজীপাড়া বাতাশি গ্রামের ইউপি সদস্য বুলু খানের নেতৃত্বে সবুজ, রাজু, আসমুল, শাহিন, সুজাসহ ১০/১২ জন দূর্বৃত্ত লোহার রড় ও হাতুড়ী নিয়ে অতর্কিত ভাবে মনিরের ওপর হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত করে। এ সময় দূর্বৃত্তরা শেখ লাবু আলম ও ভাই তরিকুলকে মারধর করে।
হামলার সময় দূর্বৃত্তরা মনিরের কাছ থেকে ৯ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। গুরুতর আহত মনির বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় মনির বাদী হয়ে শনিবার (১ অক্টোবর) ১০ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন,অভিযোগ পেয়েছি হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।