মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি //নড়াইলের লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামে শত্রুতামূলক ভাবে একজন কবুতর প্রেমীর ৩৯টি কবুতর ফুরাডান বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কবুতর প্রেমী লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার কোটাকোল গ্রামের রফিউদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৫৫) একজন ঘুঘু শিকারি। স্ত্রীকে সাথে নিয়ে তিনি লোহাগড়া পৌরসভার মসাঘুনি গ্রামে বাসা বাড়িতে বসবাস করে আসছে।শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে জাহাঙ্গীর ঘুঘু মারার জন্য বাড়ির পাশের জমিতে সরিষার মধ্যে ফুরাডান বিষ মিশিয়ে একই এলাকার আজিবার মল্লিকের ছেলে সাইফুল ইসলাম মল্লিকের পোষা ৩৯টি কবুতর মেরে ফেলেছে।ঘটনার পর পরই অভিযুক্ত জাহাঙ্গীর গা ঢাকা দিয়েছে।
এ ঘটনায় কবুতরের মালিক সাইফুল ইসলাম গতকাল শনিবার বিকালে লোহাগড়া থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছে।
লোহাগড়া থানার আফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।