মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি // বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় স্হানীয় স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিন টিকাদান ও কোল্ড চেইন ব্যবস্হাপনার কার্যক্রমের উপর এক প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান । পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা আক্তার’র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির, বটিয়াঘাটা থানা ওসি তদন্ত মোঃ জাহিদুর রহমান, লবনচরা থানা ওসি তদন্ত মোঃ আমিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক পরাগ রায়, স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শক মোঃ মোস্তফা আকুঞ্জী সহ বিভিন্ন মেডিকেল অফিসারবৃন্দ ও সেবিকাবৃন্দ । সভায় আগামী ১১ অক্টোবর ৫ থেকে ১১ বছরের সকল শিশুকে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।