নিউজ ডেস্ক // ঘরের মাঠে গোল উৎসবে মাতলো বায়ার্ন মিউনিখ। এলিয়েঞ্জ এরেনায় গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনকে ৫-০ গোলে উড়িয়ে দিলো বায়ার্ন মিউনিখ।
এতে ‘সি’ গ্রুপে শীর্ষস্থান দখলের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে নতুন এক রেকর্ডও গড়েছে জার্মান ক্লাবটি। এখন এই টুর্নামেন্টে গ্রুপপর্বে টানা ৩১ ম্যাচ অপরাজিত বায়ার্ন মিউনিখ। তারা পেছনে ফেলেছে রিয়াল মাদ্রিদের রেকর্ড।
ম্যাচের ৭১ ভাগ বল দখলে রেখে মোট ২১টি শট নেয় তারা, যার ১৩টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ১০ শটের ৩টি লক্ষ্যে রাখতে পারে প্লাজেন।
ম্যাচের সপ্তম মিনিটেই লেরয় সানের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সার্জে জিনাব্রি। ২১ মিনিটে ৩-০ করেন সাদিও মানে।এর চার মিনিট পর জামাল মুসিয়ালা গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি।
তবে দাপট ধরে রেখে দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের মধ্যে আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে ফেলে বুন্দেসলিগার ক্লাবটি। ৫০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সানে। ৫৯ মিনিটে ৫-০ করেন বদলি খেলোয়াড় চিওপো মতিং।
৩ ম্যাচের ৩টিই জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে বায়ার্ন মিউনিখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।