নিউজ ডেস্ক // আগামীকাল (৭ অক্টোবর) শুক্রবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ‘বাংলা ওয়াশ’। সিরিজ শুরুর আগে গতকাল বুধবার এ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
এদিন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান দলের সাথে যোগ না দেয়ায় অধিনায়কদের নিয়ে করা ফটোসেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন সহ অধিনায়ক নুরুল হাসান সোহান। পাকিস্তানের অধিনায়ক হিসেবে ছিলেন বাবর আজম এবং নিউজিল্যান্ডের ছিলেন কেন উইলিয়ামসন।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে ১২ তারিখ আবারো নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। সবশেষ গ্রুপ পর্বের সিরিজের শেষ ম্যাচে ১৩ তারিখ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজে কারা থাকছে বাংলা টিমে:
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।
স্ট্যান্ডবাই:
শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।