সরদার বাদশা,স্টাফ রিপোর্টার // খুলনা ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত (৭ই অক্টোবর) বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান,বিপিএম এর নির্দেশনায় ডুমুরিয়া থানা এলাকায় একাধিক আভিযানিক দল আইন-শৃঙ্খলা রক্ষা,গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে জিআর / সিআর,সাজাপ্রাপ্ত,ওয়ারেন্টভুক্ত এবং নিয়মুি মামলার ১৯ আসামিকে গ্রেফতার করে।
থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম জানান, আদালতের বিভিন্ন মামলা ও নিয়মি মামলায় ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ১৯ আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।