পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর// কেশবপুরে আলতাপোল গ্রামের মধ্যম মোড়ল পাড়া যুবসমাজের উদ্যোগে ৮ দলীয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) দিনব্যাপী আলতাপোল গ্রামে অনুষ্ঠিত ওই খেলা দেখতে মাঠের চারপাশে হাজারও দর্শকের ছিল ভিড়। খেলায় উপজেলার দোরমুটিয়া দল ২-০ গোলের ব্যবধানে কুশলদিয়া দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় বিশেষ আকর্ষণ ছিল হুমায়ুন কবির টাইগার। তিনি দোরমুটিয়া দলের খেলোয়াড় ছিলেন।
উপজেলার আলতাপোল গ্রামের সমাজসেবক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে হাডুডু খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। খেলার উদ্বোধন করেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দীন গাজী ও সাধারণ সম্পাদক কবির হোসেন।
খেলা দেখতে আসেন উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের ফারুক হোসেন তিনি বলেন, আমিও একজন হাডুডু খেলোয়াড়। তাই খেলার কথা শুনে বাড়িতে থাকতে পরলাম না। বিশেষ করে ভালো খেলোয়াড়দের খেলা অনুকরণ করাই আমার উদ্দেশ্য। অনেক দিন পর খেলা দেখতে পেরে আমি খুব আনন্দিত ও খুশি।আয়োজকদের আমার পক্ষ থেকে ধন্যবাদ।
পার্শ্ববর্তী গ্রাম থেকে খেলা দেখতে আসা জেলেখা বিবি বলেন, আমি দূরে কোথাও খেলা দেখতে যাতি পারিনে কোলের কাছে হচ্ছে তাই আসলাম। শুনলাম টাইগার খেলা করবে মানুষের সাথে। মানুষ টাইগার খেলা করে জীবনে আজ দেখলাম। খুব ভালো লাগেছে।
খেলা পরিচালনা করেন শওকত হোসেন, তজিবর রহমান, নূরুল ইসলাম খান, শহিদুল ইসলাম ও ইউনুস আলী।খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানার্সআপ দলের হাতে এলইডি মনিটর পুরস্কার হিসেবে তুলে দেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।