পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর// যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
১১ অক্টােবর (মঙ্গলবার) উপজেলা পরিষদের আয়ােজনে বার্ষিক উনয়ন কর্মসূচি (এডিপি’র) অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে ওই ক্রীড়া সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হােসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযােদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক ও নাসিমা আকতার সাদেক।
উল্লেখ্য, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি’র) অর্থায়নে উপজেলার ৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদর খেলাধুলার জন্য ক্রীড়া সামগ্রী প্রদান এবং ২০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।