পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরে স্বাধীনতা সাংস্কৃতিক জোটের কোষাধ্যক্ষ নিবেদিত প্রাণ সাংস্কৃতিক কর্মী স্বপন দে’র অকাল প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় স্বাধীনতা সাংস্কৃতিক জোটের আয়োজনে কেশবপুর প্রেসক্লাবের সভাকক্ষে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাধীনতা সাংস্কৃতিক জোটের সভাপতি ও কেশবপুর খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই সভাপতিত্ব করেন।
সাংস্কৃতিক সংগঠন উদীচী কেশবপুর উপজেলার সভাপতি অনুপম মোদক ও সাধারণ সম্পাদক শিক্ষক নিমাই চাঁদ নন্দন এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেশবপুর নাগরিক সমাজের সভাপতি ও যশোর জেলা ওয়াকার্স পার্টির সভাপতি এ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবে সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার কেশবপুর প্রতিনিধি মোঃ আজিজুর রহমান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি ও বানিজ্য মহাবিদ্যালয়ের প্রভাষক কানাই লাল ভট্টাচার্য, কেশবপুর খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদা বেগম বিউটি, দৈনিক প্রথম আলো পত্রিকার কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক, স্বাধীনতা সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শিক্ষক প্রভাস চন্দ্র মন্ডল, সদস্য রকি আলমগীর, পরিবারের সদস্য প্রয়াত স্বপন দে’র ছোট ভাই মিলন দে প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদ আলী, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৌরভ কবির, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লা আল ফুয়াদ, সাংবাদিক পরেশ দেবনাথ, সোহেল পারভেজ। উল্লেখ্য, চলতি বছরের গত ৩ অক্টোবর (সোমবার) সকালে হৃদরোগে আক্রান্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।