মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা // প্রতিদিন একটি ডিম,পুষ্টি মান সারাদিন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে“ বিশ্ব ডিম দিবস-২০২২” পালিত হয়েছে।
শুক্রবার জেলা প্রানী সম্পাদ অফিসের আয়োজনে এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।এ উপলক্ষে জেলা প্রানী সম্পদ কার্যালয় চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।পরে জেলা প্রানী সম্পদ কার্যালয়ের হলরুমে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।এসময় আরো বক্তব্য রাখেন,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু,পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস এর নড়াইলের সমন্বয়ক শরিফুজ্জামান প্রমূখ।এসময় সরকারি কর্মকর্তা,সাংবাদিক, খামারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।