খুলনার খবর // “মানুষ ভজলে সোনার মানুষ হবি” এই বাণীকে ধারণ করে ফকির লালন শাহ’র ১৩২তম তিরোধান উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হয়েছে লালন স্মরণোৎসব।৩ দিনের এই স্মরণোৎসবে ছেঁউড়িয়া আখড়াবাড়িতে জড়ো হতে শুরু করেছেন সাধু ভক্ত-অনুসারীরা।
আজ সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় লালন একাডেমি, জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। বুধবার (১৭ অক্টোবর) পর্যন্ত চলবে এই অনুষ্ঠানমালা।
এ উপলক্ষে আগে থেকেই ভক্ত আশেকানরা ঠাঁই নিয়েছেন শাঁইজির আস্তানায়। খণ্ড খণ্ড মজমায় চলছে ভাবের আদান প্রদান আর তত্ত্ব আলোচনা। রাতে লালন মঞ্চে গান পরিবেশন করবেন দেশের বিভিন্ন এলাকা হতে আগত খ্যাতনামা শিল্পীরা। আখড়াবাড়ির মাঠে বসেছে গ্রামীণ মেলা।
লালন শাহের স্মরণোৎসবের ৩ দিনের আয়োজনকে ঘিরে লালন একাডেমি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।