এস.এম.শামীম দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি // দিঘলিয়ায় মা ইলিশ সংরক্ষণে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিঘলিয়া উপজেলার বিভিন্ন নদ-নদী ও হাটে-বাজারে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়।
দিঘলিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয় ভৈরব, আতাই ও মুজতখালী নদীতে। এ অভিযানে আটককৃত ৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত একটি ইলিশ মাছ দরিদ্র ব্যক্তিকে প্রদান করা হয়। পরে কোলা বাজারে কারেন্ট জাল ও ইলিশ মাছ উদ্ধারে অভিযান পরিচালিত হয়। এ সময় বাজারে কোনো কারেন্ট জাল বা ইলিশ মাছ পাওয়া যায়নি।
দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মঞ্জরুল ইসলাম বলেন, দিঘলিয়া উপজেলা প্রশাসন ও নৌবাহিনীর যৌথ অভিযান দিঘলিয়া উপজেলার নদ-নদীতে এবং হাটে-বাজারে অব্যাহত আছে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।