খুলনার খবর // নগরীর ছোট বয়রা এলাকায় কবুতর নিয়ে বিরোধের জেরে জুয়েল রানা (৩০) নামের এক যুবককে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে। তাকে খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের পরিবার সূত্র জানায়, ছোট বয়রা এলাকার রমি ডাক্তারের ভাড়াটিয়া মকবুল মল্লিকের পুত্র মিজান মল্লিকের সাথে একই এলাকারু হিরক মিয়ার পুত্র ও সিটি মেডিকেলের কর্মচারী জুয়েল রানার কবুতর ক্রয়-বিক্রিয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার রাত ১০টায় বাড়ির পাশে রাস্তায় মিজান মল্লিক তার প্যান্টের পকেট থেকে জিআই তার বের করে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে। মৃত: ভেবে তাকে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই রাতেই সোনাডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতের জুয়েল রানা জানান, মামলা না করার জন্য হুমকি ও ভয়ভিতি দিচ্ছে। পুলিশ জেলা হাজতে প্রেরণ করলে জামিনে এসে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি প্রদান করেছে। পরিবারটি এখন আতঙ্কের মধ্যে রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।