খুলনার খবর // বাংলাদেশের সংবিধান অনুযায়ী চিকিৎসা আমাদের মৌলিক অধিকার হলেও মাগুরায় স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনায় সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে জেলার সাধারণ মানুষ।
মাগুরায় স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা দূর করা ও সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে সমাবেশ করেছে গণকমিটি। আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে শহরের চৌরাঙ্গী মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী।
এসময় বক্তব্য রাখেন, কাজী নজরুল ইসলাম ফিরোজ, এটিএম আনিছুর রহমান এবং সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু।
সমাবেশে বক্তারা বলেন, মাগুরা জেলা চিকিৎসা ক্ষেত্রে চরম অব্যবস্থাপনা, নৈরাজ্য, মেডিকেল টেকনিশিয়ান, ডাক্তার সংকটসহ লোকবল সংকট। ওষুধ, টেস্ট, অপারেশনসহ বেশিরভাগ চিকিৎসা সেবা হাসপাতালের বাইরে থেকে নিতে হয়। উপজেলা পর্যায়েও সেভাবে কোন চিকিৎসা সেবা পাওয়া যায় না।কমিউিনিটি ক্লিনিক আছে কিন্তু সেখানে কোন ডাক্তার থাকেন না। মাগুরার একমাত্র শিশু ও কল্যাণ হাসপাতালে নেই কোন বিশেষজ্ঞ ডাক্তার। তাছাড়া ব্যাঙের ছাতার মত অবৈধভাবে ক্লিনিক গজিয়ে উঠেছে। এসব ক্লিনিকগুলোতে প্রায়ই অপচিকিৎসায় রোগী মৃত্যুর খবর পাওয়া যায়।সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা না থাকায় এই জেলার মানুষ চিকিৎসা ব্যয় অনেক বেশি হয়ে যায় এবং অধিকাংশ দরিদ্র খেটে খাওয়া মানুষ চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।