সরদার বাদশা,স্টাফ রিপোর্টার // খুলনার ডুমুরিয়ায় উৎকোচ গ্রহনের বিনিময়ে নামজারী করার দায়ে ভ্রাম্যমান আদালত এক দালালকে ৩ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন।গতকাল(১৮ই অক্টোবর)মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমানের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,উপজেলার হাসানপুর গ্রামের খোকা গাজীর ছেলে আবুল হোসেন গাজী এলাকার বিভিন্ন মানুষকে উপজেলা ভূমি অফিস থেকে নামজারি(মিউটেশন)করে দেয়ার কথা বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে থাকে।এছাড়া তিনি সেবা প্রত্যাশীদের মূল্যবান দলিল পত্র নিজের হেফাজতে নিয়ে তাদের জিম্মি করে রাখে।বিষয়টি বিজ্ঞ আদালতের দৃষ্টি গোচর হলে এবং অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় পেনাল কোড ১৮৬০ এর ১৮৮ ধারার ৩ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।আদালতের প্রসিকিউটর হিসেবে ছিলেন মোঃ আবুজর হোসাইনসহ অন্যানরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।