পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // যশোর জেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত সদস্য মোঃ আজিজুল ইসলাম (খন্দকার আজিজ) বুধবার (১৯ অক্টোবর) সকালে কেশবপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের পাশে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্না,সাবেক ছাত্রলীগের আহবায়ক কাজী আযহারুল ইসলাম মানিক,পৌর কাউন্সিলর জিএম কবিরসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।
নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য মোঃ আজিজুল ইসলাম বলেন, আমি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। আমাকে কেশবপুর উপজেলা থেকে জেলা পরিষদের নির্বাচনে যে সম্মানিত ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, মনেপ্রাণে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং এখনো পাশে আছেন আমি তাদের কাছে চিরঋণী । আমি কেশবপুরের মানুষের জন্য কাজ করতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।