মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি // নড়াইলের কৃতি সন্তান নাজিয়া হোসেনের সাফল্য বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় দ্বিতীয় বারের মতো স্থান পেয়েছে। নাজিয়া নড়াইল পৌরসভার কুড়িগ্রামের সাংবাদিক এম মুরাদ হোসেনের একমাত্র কন্যা।ইঞ্জিনিয়ার নাজিয়া হোসেন বৃস্টি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক জন পি এ ইয়োনিডিসের সহযোগিতায় ১০ অক্টোবর বিশ্ববিখ্যাত পাবলিসার্স এলসোভিয়ার বিভি বিশ্বসেরা ২% বিজ্ঞান গবেষকের তালিকা প্রকাশ করে ।
বিজ্ঞানীদের প্রকাশনা,এসচ ইনডেক্স,সাইটেশন ও অন্যান্য সূচক বিশ্লেষণ করে তালিকাটি প্রস্তুত করা হয়।স্কোপস ইনডেক্সেড আর্টিকেলকে ভিত্তি হিসেবে ধরে ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৬ টি উপ ক্ষেত্রে শ্রেণীবন্ধ করে দুইটি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের এই তালিকায় ২০২০ সালে এবং গত ১০ই অক্টোবর প্রকাশিত ২০২১ সালের তালিকা স্থান পেয়েছেন। নড়াইলে এই কৃতিসন্তান ইঞ্জিনিয়ার নাজিয়া হোসেন বৃস্টি খাজানা এশিয়া স্কলারশিপে মালেশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে বায়োকেমিক্যাল ও বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বিএসসি ইঞ্জিনিয়ারিং,ব্রুনাই সরকারের স্কলারশিপে দারুস সালাম ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সঙ্গে গবেষণায় স্নাতক উত্তর ডিগ্রী অর্জন করেন ।
তিনি বর্তমানে অস্ট্রেলিয়া সরকারের স্কলারশিপে রয়েল মেলবোর্ন ইন্সস্টিটিউট অব টেকনোলজি আর এম আই টি ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডিতে গবেষণারত আছেন। তার ৯০টি গবেষণা প্রবন্ধ সুনামধন্য বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।তিনি সাংবাদিক এম মুরাদ হোসেন ও মিসেস শামসুন্নাহার মুরাদের একমাত্র কন্যা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।