মোঃ সুমন,নিজস্ব প্রতিনিধি // পরিবহন ধর্মঘট স্বত্তেও পথে নানা বাঁধা বিপত্তি ঠেলে খুলনা বিভাগের সকল জেলা থেকে খুলনায় এসেছে বিএনপির নেতা-কর্মীরা।আজ শুক্রবার (২১ অক্টোবর) ভোর থেকে ভ্যান, রিকশা, ইজিবাইক বা পায়ে হেটে বিভাগীয় সমাবেশে অংশ নিতে এসেছেন তারা।
কুষ্টিয়া,বাগেরহাট,খুলনা,সাতক্ষীরা,মাগুরা বাসস্ট্যান্ডের টার্মিনালে থাকা সব পরিবহনের কাউন্টার বন্ধ।কোন জায়গা থেকেই খুলনাগামী বাস ছেড়ে আসছে না। বাস টার্মিনালসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের কর্মীরা অবস্থান নিয়েছে। এর মধ্যেও চিকিৎসা, পরীক্ষা, চাকরিসহ নানা কারণের কথা বলে বিএনপি নেতাকর্মীরা পার পাওয়ার চেষ্টা করছেন।
শুক্রবার জুম্মার নামাজের কিছু আগে বাগেরহাটের দশানী এলাকায় হাতে কাপড়ের ব্যাগ ও লুঙ্গি পরে হেটে যেতে দেখা যায় দুই ব্যক্তিকে। কথায় কথায় জানান কচুয়া উপজেলা থেকে এসেছেন তারা। পথে দুই স্থানে বাঁধার মুখে পড়েছেন। রাজমিস্ত্রীর কাজে যাচ্ছেন বলে পার পেয়েছেন।এরই মধ্যে খুলনার ছোট বড় প্রায় সকল আবাসিক হোটেলগুলো নেতা কর্মীতে পরিপূর্ন।আবাসিক হোটেলগুলোতে একটি সিটও খালি নেই।
উল্লেখ্য, শনিবার (২২ অক্টোবর) খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে খুলনা জেলা বাসমালিক সমিতির পক্ষ থেকে ২১ ও ২২ অক্টোবর বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে।
তবে বাস মালিক সমিতির দাবি সড়ক ও মহাসড়কে অবৈধ নছিমন, করিমন, মাহেন্দ্র, ইজিবাইক ও বিআরটিসির গাড়ি চলাচল করছে। ২০ অক্টোবরের মধ্যে এসব অবৈধ যান চলাচল ও কাউন্টার বন্ধ না হওয়ায় ২১ ও ২২ অক্টোবর পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।