পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুর প্রেসক্লাবের হলরুমে শণিবার বিকালে উপজেলা জাতীয় পার্টির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভায় আগামী জাতীয় সংসদকে কেন্দ্র করে কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কেশবপুর জাতীয় পার্টির মনোনীত
সংসদ সদস্য পদপ্রার্থী ও সম্মানিত সদস্য যশোর জেলা জাতীয় পার্টি, বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য লাঙ্গল প্রতীকের হাবিবুর রহমান হাবিব তাঁর কর্মপরিকল্পনা সাংবাদিকদের জানান এবং সহযোগিতা কামনা করেন।
তিনি সাংবাদিকবৃন্দের জানান,আমার সরকারের আমলে গঠিত উপজেলা পরিষদ,গুচ্ছ গ্রাম,ট্রাস্ট,মসজিদ,মাদরাসা, মন্দির এবং কৃষি খাতে ব্যাপক উন্নয়নসহ সামাজিক অর্থনৈতিক ও সকল অবকাঠামোকে আরো উন্নতশীল করতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করছি। জাতীয় পার্টি সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক পছন্দ করে না। সারা বাংলাদেশে জাতীয় পার্টির দল গোছানোর কাজ চলছে। যে কারণে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের সাথে নিয়ে কেশবপুর উপজেলাসহ ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সম্মেলনের মাধ্যমে আগামী এক মাসের মধ্যে সকল কমিটি গঠন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কোন দলের সঙ্গে জোট করবে না। নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিবে। এ লক্ষ্যে সারাদেশে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে দল গোছানোর কাজ চলছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আগামী সংসদ সদস্য নির্বাচনে কেশবপুর উপজেলা জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান হাবিব।জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও মনিরামপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এ্যাড. হাবিবুর রহমান। কেশবপুর পৌরসভা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ মনিরুজ্জামান ( মনু বিশ্বাস), কেশবপুর পৌরসভা জাতীয় পার্টির সদস্য গোলাম মোস্তফা ও কেশবপুর উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক রুহুল আহমেদ খান।
সাংবাদিকদের মধ্যে প্রশ্ন করেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাবেক নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, সাংবাদিক পরেশ দেবনাথ প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।