1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সাংবাদিককে না পেয়ে স্ত্রী-সন্তানকে মারধর, বাড়িতে ভাঙচুর বাগেরহাটে সকাল থেকে মুষলধারে বৃষ্টি, ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত ৩৫৯ আশ্রয়কেন্দ্র লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ২৬ অক্টোবর ঘূর্ণিঝড় ডানা:খুলনা জেলায় ৬০৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত ১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক নিষিদ্ধ হওয়ার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো – ছাত্রলীগ “শীতে আগমনি বার্তায় পিঠার দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়” ‘দানা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে পাইকগাছায় সাবেক এমপি রশীদুজ্জামানের তিন দিনের রিমান্ড মজ্ঞুর কেশবপুরে গাভী পালন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় সাবেক এমপি রশিদুজ্জামানের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল কেশবপুরে ১৫ টাকা দরে চাল বিতরণ শুরু নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনায় মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার মান্দায় জাতীয় পার্টির উপজেলা দিবস পালন মোংলায় খুন হওয়া মাহে আলমের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন নওগাঁ মান্দার জাহিদের দু’টি কৃত্রিম পায়ের আকুতি তেরখাদা উপজেলা চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন খুলনায় জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

কেশবপুর খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সদস্য শিক্ষক জহিরুল হকের স্মরণ সভা

  • প্রকাশিত : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৯২ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // যশোরের কেশবপুর উপজেলার খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সদস্য, খেলাঘর কোচিং সেন্টারের শিক্ষক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ জহিরুল হক এঁর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২২ অক্টোবর (শনিবার) সকালে খেলাঘর কেশবপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভা শেষে তাঁর স্মরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত শিক্ষকের স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

অনুষ্ঠানে,খেলাঘর কেশবপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মজিদ (বড়ভাই) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কেশবপুর ওয়ার্ডের সভাপতি সৈয়দ আকমল আলীর সঞ্চালনায় স্বরণ সভায় সৃতিচারণ করেন,যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও কেশবপুর নাগরিক সমাজের সভাপতি এ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী,কেশবপুর উপজেলার খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক, বাংলা একাডেমির আজীবন সদস্য ও বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিক্ষাবিদ, কবি, নাট্যকার ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি, মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হালিম, প্রধান শিক্ষক সুদেব দেবনাথ, মৃত জহুরুল হকের পরিবারের পক্ষে তাঁর মেজভাই মোঃ আব্দুল হামিদ, কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কবি মোতাহার হুসাইন, কেশবপুর পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা আওয়ামীলীগ নেতা আলহাজ্জ আব্দুল করিম, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক ও ছড়াকার তাপস মজুমদার, কেশবপুর খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ও ওয়ার্ডের সভাপতি আকমল আলী, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক রোজিনা, বাগদা মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল খালেক,মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সংগঠনের উপদেষ্টা ও প্রাক্তন শিক্ষক মনোজ কুমার হালদার।

উল্লেখ্য, অধিক গুণে গুণান্বিত প্রয়াত জহিরুল হক ঢাকা ইবনে সিনা কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ অক্টোবর দিবাগত রাতে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ বিভিন্ন গুণগ্রাহী রেখে গেছেন।

তার অতি নিকটতম ছাত্র কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কবি মোতাহার হুসাইন বলেন, আমার সবকিছু উন্নয়নের মূলে ছিলেন তিনি। তিনি একজন সংগঠন,সাংবাদিক,শিক্ষক, ছড়াকার,আমিন,উকিল,কেশবপুর পাবলিক লাইব্রেরি স্থাপতিসহ অনেক গুণের অধিকারী ছিলেন।জহুরুল হক-এর ভাই আব্দুল হামিদ বলেন, মদ্রাসা ছেলেমেয়েদের বই কেনার জন্য ভিক্ষাও করেছিলেন তিনি।মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব দেবনাথ বলেন,আমার বিদ্যালয়ে শিক্ষক হিসাবে চাকুরীর শেষ কর্মদিবস ছিল ২৮ ফেব্রুয়ারী-২০২৩। তার আগেই ১৬ অক্টোবর দিবাগত রাতে মজিদপুর গ্রামের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

অনুষ্ঠানে, রঙ্গন খেলাঘর আসরের উপদেষ্ঠা পরেশ দেবনাথ, পুষ্প খেলাঘর আসরের সভাপতি সোহেল পারভেজ ও সাধারণ সম্পাদক বিধু মল্লিক, ফুলকুড়ি খেলাঘর আসরের সভাপতি অলিয়ার রহমানসহ উপজেলার বিভিন্ন শাখা আসরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

youtube

https://youtube.com/@khulnarkhobor?si=v3cvg3zJmM54JYRa

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।