মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি // বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের উদ্যোগে খুলনার সবচেয়ে পিছিয়ে পড়া জনপদ কয়রাতে শেষ হয়েছে তিনদিন ব্যাপী ফাস্ট এইড ও জরুরী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
কয়রা মানব কল্যাণ ইউনিট কার্যালয়ে গত ১৯ অক্টোবর সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় রেড ত্রুস-রেড ক্রিসেন্ট মুভমেন্ট সম্পর্কে আলোচনা নীতিমালা ও প্রতীক,প্রাথমিক চিকিৎসার ধারণা,সিপিআর,চোকিং,শক ও শকের প্রতিকার, ফিট,মুচ্ছা,অজ্ঞান হওয়া,পোড়া ও বৈদ্যুতিক আঘাত,মনস্তাত্ত্বিক আঘাত,রক্ত পাত ও তার ব্যবস্থাপনা,ক্ষত ও ক্ষতের পরিচর্যা, রোগী পরিবহন করার কৌশল,পানিতে ডোবা এবং হাড় ভাঙা ও অনড় করনের মত অনেক বিষয়ের উপরে প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিষণ কর্মশালায় ট্রেনার হিসাবে ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিটের যুব প্রধান মুস্তাকিম বিল্লাহ মুহিত।
প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় দিনে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ।কয়রা মানব কল্যাণ ইউনিটের সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কয়রা যুব দলনেতা আল আমিন ফারহাদসহ কয়রা উপজেলার বাংলাদেশের যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।