সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি // খুলনা জেলা তেরখাদা উপজেলার ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আয়োজনে ও হাড়িখালী পল্লী সমাজের উদ্যোগে নারী দল,পুরুষ দল,কিশোর কিশোরী দল ও কমিউনিটির জনগণের অংশগ্রহণে হাড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী,শিশু নির্যাতন,বাল্যবিবাহ,নারী ও পুরুষ বৈষম্য দূরীকরণে সচেতনতা মূলক বার্তা ধর্ম,বর্ণ নির্বিশেষে সবার কাছে ইতিবাচক পৌঁছে দিতে এক মিলন মেলার আয়োজন করা হয় । অনুষ্ঠানে বিভিন্ন ধরণের খেলাধুলা,নাচ,গান,কৌতুক,আবৃত্তি,নাটক,কুইজপ্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারাসাত ইউনিয়নের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন ও সাচিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ।এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারী দলের সহযোগিতায় শতাধিক লোকের খিচুড়ি ভাতের আয়োজন করা হয় ।
সকল ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ওআইনী সুরক্ষা কর্মসুচীর A/O লিপি বিশ্বাস ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।