মুন্সী মোয়াজ্জেম,শালিখা থানা প্রতিনিধি // মাগুরা সদর উপজেলার নরসিংহাটি গ্রামের মোঃ মুকুল হোসেনের ক্রয়করা সম্পত্তির উপর থেকে তার আপন ভাই মোঃ মোশাররফ হোসেন চান্দু জোর পূর্বক একটি মেহগিনি গাছ কাটতে যায়।গাছের ডালপালা কাটার একপর্যায়ে প্রশাসনের হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ হয়।এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ মুকুল হোসেন গত ১৯/১০/২০২২ তারিখে আপন ভাই মোঃ মোশাররফ হোসেন চান্দুর নামে মাগুরা সদর থানায় অভিযোগ দিয়েছে।
মুকুল হোসেন বলেন,দির্ঘ দিন ধরে ও নিজের ক্রয়করা সম্পত্তি দখল করা নিয়ে ভাইদের সাথে দ্বন্দ্ব চলছিল।গত ৩ মাস পূর্বে এ নিয়ে মারধর ক্ষেতে হয়েছে।বাড়ী যাওয়ার রাস্তাও বন্ধ করে দিয়েছে। এ ছাড়া ৬/৭ মাস পূর্বে তার আর এক ভাই লুৎফর রহমানের কাছ থেকে বাড়ীর অংশের পাশ উল্লেখ করে সাত শতক জমি কিনে নেই।যার নাম পত্তন ও হয়েছে।সত শতকের মধ্যে রয়েছে তিনটি মেহগনি, দুইটি কাঠাল,দুইটি লিচুগাছ সহ অন্যান্য গাছ।গত ১৯ তারিখে সে বাড়ীতে নাথাকায় ঐ জমির ভিতর একটি মেহগিনি গাছ ভাই মোশাররফ হোসেন চান্দু নিজেই কাটতে শুরু করে।গাছের ডালপালা কাটার এক পর্যায়ে মুকুল খবরপেয়ে বাড়ীতে এসে গাছ কাটতে নিষেধ করে।পরে তাকে হুমকি দিলে সে থানায় গিয়ে অভিযোগ দিলে প্রশাসন তাৎক্ষণিক গাছকাটা বন্ধ করে দেয়।
সে আরো জানায় জমিজমা বিষয় একাধিক বার গ্রাম্য সালিশ হয়েছে।চেয়ারম্যান বরাবর অভিযোগ দিলেও কোন সুরাহা হয়নি।গ্রাম্য মাতব্বর শাহ আলম বলেন মুকুলের ক্রয় করা জমির মধ্য থেকে চান্দু মেহগিনি গাছ কাটার চেষ্টা করেছিল এবং তার বাড়ী যাওয়ার পথ ও বন্ধ করে দিয়েছে।ভুক্তভোগী মুকুল এখন নিজের নিরাপত্তার বিষয়ে,বাড়ী যাওয়ার রাস্তা,নিজের পৈতৃক জমি ও ক্রয় করা জমি যাতে দখল করতে পারে তার জন্য প্রশাসনের আসু হস্তক্ষেপ কামনা করছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।