মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি // নড়াইলের লোহাগড়া উপজেলার পার-মল্লিকপুর গ্রামে বাড়ির নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙ্গে দিলেন দূর্বৃত্তরা। এ ঘটনায় বাড়ির মালিক আব্দুল হান্নান মোল্যা বাদী হয়ে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে জানা গেছে,লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামের মৃত লাল মিয়া মোল্যার ছেলে আব্দুল মান্নান মোল্ল্যা ১২৩ নং মল্লিকপুর মৌজায় ৩০৩ নং খতিয়ানের ১৫৫৩,১৫৫৫ এবং ১৫৬১ নং দাগে ৬৫ শতাংশ জমি ভোগ-দখল করে আসছিল। উক্ত জমি নিয়ে উক্ত গ্রামের মৃত আমানত শেখের ছেলে আব্দুল্লাহ শেখ ও তার ভাই আবুল শেখের সাথে বিরোধের জের ধরে গত শনিবার (২২অক্টোবর) রাতে আব্দুল মান্নান মোল্ল্যার বাড়ির জমিতে নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। রোববার সকালে সীমানা প্রাচীর ভাঙ্গা দেখতে পেয়ে অভিযুক্ত আব্দুল্লাহ ও আবুল শেখকে জিজ্ঞেসা করলে তারা উত্তেজিত হয়ে আব্দুল মান্নানকে দেখে নেওয়ার হুমকি দেয়।
এ ঘটনায় বাড়ির মালিক আব্দুল মান্নান মোল্যা বাদী হয়ে রোববার দুপুরে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।