মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি // আগামী ২৯ অক্টোবর নড়াইল জেলা বাস,মিনিবাস,কোর্স ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (১২৯৫) নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে উৎসবের আমেজ বিরাজ করছে ভোটার ও প্রার্থীদের মাঝে।প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।তেমনি ব্যতিক্রমী এক প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় উঠে এসেছেন সাবেক সহ-সম্পাদক ও এবারের নির্বাচনে যুগ্ম-সাধারন সম্পাদক পদ প্রার্থী শ্রমিক নেতা মিজানুর রহমান মিন্টু।
তিনি বলেন,নির্বাচিত হলে সাধারন শ্রমিকদের কল্যাণ্যে মৃত্যুকালীন ও অবসর ভাতা প্রদান করা হবে। তিনি আরও বলেন, গাড়ীর ভাড়া বাড়লেও শ্রমিক ভাইদের বেতন ভাতা বাড়েনি তাই আমি নির্বাচিত হলে শ্রমিক ভাইদের বেতন-ভাতা বাড়ানোর পদক্ষেপ গ্রহন করা হবে। এ বিষয়ে চর-দৌলতপুর গ্রামের শ্রমিক পটু সরদার,লক্ষীপাশা গ্রামের লাবলু শেখ, রবিউল ইসলাম রবি,শাহি,মাসুম ও সুমন মুন্সী বলেন, মিজানুর রহমান মিন্টুর এ বক্তব্য আমাদের আশা যুগিয়েছে। এরআগেও নির্বাচিত হয়ে তিনি শ্রমিকদের কল্যানে কাজ করেছেন। শ্রমিকদের সুখে-দু:খে পাশে দাড়িয়েছেন। তারা মিন্টুর জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে মিজানুর রহমান মিন্টু বলেন, তিনি ময়ুর মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন। ভোটের সাথে দোয়াও চাচ্ছেন। তিনি আশাবাদী ভোটাররা তাকে ভোট দিবে ও তিনি জয়লাভ করবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।