পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুর পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নাবী পাট বীজ উৎপাদনকারী ৮৩ জন চাষীদের মাঝে রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে ও উপসহকারী পাট উন্নয়ন অফিসার মফিজুল ইসলাম রঞ্জুর পরিচালনায় উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে চাষীদের মাঝে রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ঋতুরাজ সরকার। এ সময় কৃষক প্রতি ২৭ কেজি করে মিশ্র রাসায়নিক সার ও এক বোতল করে কীটনাশক প্রদান করা হয়। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদনকারী কৃষকরা বিনামূল্যে রাসায়নিক সার ও কীটনাশক পেয়ে অত্যন্ত খুশি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।