মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি // শিক্ষা জাতির মেরুদন্ড হলে শিক্ষকরাই জাতির শ্রেষ্ঠ সম্পদ।পিতা—মাতার পরে শিক্ষকরাই ছাত্র—ছাত্রীদের বিদ্যালয়ে প্রতিদিন ৮ ঘন্টা অভিভাবকের ন্যায় দায়িত্ব পালন করার সুযোগ পান। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে শিক্ষকদের অবদান রয়েছে। যে কারনে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের বিভিন্ন দাবি পূরণ করে চলেছে।আজ বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয় সম্মেলন কক্ষে সকল কলেজ, কলেজিয়েট স্কুল, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, কারিগরী স্কুল—কালেজ ও মাদ্রাসার শিক্ষকদের আয়োজনে শিক্ষক দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য রেলি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলি বলেন।
অধ্যক্ষ অমিতেষ দাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির,সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আরিফুল ইসলাম স্বপন, অধ্যক্ষ ফিরোজ আহমেদ তোরাব, অধ্যক্ষ শশাংক মন্ডল,প্রধান শিক্ষক যথাক্রমে অন্নদা শংকর রায়, তৃপ্তি রাণী বিশ্বাস, কাঞ্চিলাল মল্লিক, শুভংকর মন্ডল, মনিদ্র নাথ কুন্ডু, সহকারী শিক্ষক প্রশান্ত কুমার রায়, রঞ্জন মন্ডল, স্মৃতি রাণী মন্ডল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর রায়, সাধারণ সম্পাদক ধীমান মন্ডল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের পূর্বে এক বর্ণাঢ্য রেলি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে অনুষ্ঠান অধ্যাপ বিশ্বজিৎ গাঙ্গুলীর সঞ্চালনা করেন
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।