মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া প্রতিনিধি // নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। রোববার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের নড়ইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও আহতরা জানান,গত শুক্রবার একটি বিয়ের বরযাত্রী থেকে বাসে ফেরার সময় তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে রোববার সকালে বাগডাঙ্গা খেয়াঘাটে ওই গ্রামের মিনে বংশের লোকজনের ওপর মোল্যা বংশের লোকজনদের উপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের মহিলাসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শরীফ মোঃ হাসান ফেরদৌস জানান,আহতদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান জানান,এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।