মোঃ ফয়সাল হোসেন কয়রা,উপজেলা প্রতিনিধি // কয়রা উপজেলার দক্ষিণ খুলনার সুপ্রতিষ্ঠত শিক্ষা প্রতিষ্ঠান আমাদী জায়গীরমহল তকিমউদ্দীন মাধ্যামিক বিদ্যালয়ে বেআইনীভাবে আয়া পদে নিয়োগের অভিযোগে,১৯/৯/২২ তারিখে জায়গীর মহল গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী লিলিফা খাতুন তিন জনকে বিবাদী করে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত কয়রাতে মামলা দায়ের করেছে।যাহার দেওয়ানী মামলা নং ২৪০/২০২২।
উক্ত মামলায় বিবাদীগণ হলেন অদ্য বিদ্যালয়ের সভাপতি খান আহমেদ হেলালী, প্রধান শিক্ষক উৎপল কুমার সানা ও সদ্য নিয়োগ প্রাপ্ত চৈতী রানী দাশ। লিলিফা খাতুন ও মামলার বিবরণ থেকে যানা যায় যে,মামলার বাদী লিলিফা খাতুন ১/১/৮২ তারিখের সরকারী নীতিমালায় স্কুলের ১৫/৯/৯৬ তারিখের দৈনিক জনবানী ও পূর্বাঞ্চল পত্রিকায় প্রকাশিক বিজ্ঞপ্তিতে নিয়োগ প্রক্রিয়ায় সকল নিয়ম মেনে লিলিফা খাতুন ১৪/১০/৯৬ নিয়োগ পত্র পেয়ে পরের দিন স্কুলে যোগদান করেন। সরকারী বেতন-ভাতা না হওয়ায় তাকে স্কুল থেকে বেতন দিতো।লিলিফা খাতুন আয়া পদে চাকুরী করাকালীন সময় শারীরিক অসুস্থতার জন্য নিয়ম অনুযায়ী ছুটি নেন এবং ডেপিউটেশনে তার এক আত্নীয় নাছিমা খাতুন নামের একজন আয়ার দায়িত্ব পালন করেন।
লিলিফা শারীরিক অসুস্থতার কারনে স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি এবং প্রভাবশালীরা মিলে গোপনে দশ লক্ষধিক টাকার চুক্তিতে চৈতী রানী দাশকে ১৭/০৮/২০২২ তারিখে বেআইনী ভাবে নিয়োগ দিয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করেন। এ বিষয়ে জানতে চাইলে অদ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান সরকারী নিয়ম নীতি মেনে নিয়োগ হয়েছে। লিলিফা খাতুনের নিয়োগের ব্যাপারে তিনি জানান সে ৩১/১০/২০১৬ তারিখে চাকুরী হতে অব্যহতি পাইবার জন্য আবেদন করেছিল। লিলিফা খাতুন জানান আমি চাকুরী হতে অব্যহতির জন্য কোন আবেদন করেনি আমার স্বাক্ষর নকল করে তারা এটা করেছে।
অদ্য স্কুলের অভিভাবক সদস্য শাহিনুর রহমান শাহিন জানান কিছু প্রার্থী আমাকে বলেছিল আমাদেরকে নিয়োগ দিলে স্কুলের উন্নয়ন ফান্ডে নিয়োগের জন্য অফিস সহকারী পদে ১০/১১ লাখ টাকা ও আয়া পদে ৬/৭ লাখ টাকা দিবে। কিন্তু তাদের না নিয়ে স্কুলের উন্নয়নের জন্য এর থেকে বেশী টাকা নিয়ে এ-ই দুজনকে নিয়োগ দিয়েছেন। কিন্তু আমরা এখন ও জানতে পারি নাই স্কুলের উন্নয়নের ফান্ডে এই দুইজন নিয়োগ প্রাপ্তরা কত টাকা জমা দিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।