শার্শা/যশোর প্রতিনিধি // ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে সাত কেজি ২৫ গ্রাম ওজনের ৬২টি সোনার বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ।
গতকাল সোমবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার গোড়পাড়ার আমতলা থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন নাইম হোসেন (২২) ও আজহারুল ইসলাম (২৩)। তাদের বাড়ি শার্শা উপজেলায়।
নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্য স্বর্ণ পাচারকারীরা বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শার্শার গোড়পাড়ার আমতলায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ৬২টি সোনার বারসহ তাদের আটক করা হয়। শার্শা থানায় মামলা দিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
উদ্ধার সোনার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।