পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরে দৈনিক প্রথম আলো পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বন্ধুসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ নভেম্বর) সকালে দৈনিক প্রথম আলো পত্রিকার বন্ধুসভার আয়োজনে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে দিপ্ত রায় চৌধুরী-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন,দৈনিক প্রথম আলো পত্রিকার কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মোড়ল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, কাব্যাচার্য, বঙ্গশ্রী, নাট্যভূষণ, ইন্টারন্যাশনাল অর্ডার অব মেরিট (লন্ডন), গোল্ড মেডিলিস্ট (আমেরিকা), বাংলা একাডেমীর আজীবন সদস্য ও বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস) এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মুহম্মদ শফি, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, সাধারণ সম্পাদক ও ‘ওয়ার্ড’ সভাপতি সৈয়দ আকমল আলী,কেশবপুর উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি অনুপম মোদক, এনায়েত হোসেন, বন্ধু সভার উপদেষ্টা ও বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল প্রমূখ।বক্তৃতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর চিত্রাঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা “ক” গ্রুপে প্রথম পুরস্কার লাভ করে পৃথা পাল,২য় আদ্রিতা দাস ও ৩য় ফারহান সাদিক।
“খ” গ্রুপে প্রথম পুরস্কার লাভ করে ১ম রানী সাহা,২য়-শ্রাবণী সাহা বিথি ও ৩য়-শাকির (উল্কা)।সান্তনা পুরস্কার পেয়েছে ঐশ্বর্য সাহা, পল্লব অধিকারী, সৌরেন বিশ্বাস, সন্মিত্র বিশ্বাস, মাহিয়া মেহনাজ, শ্রেয়া বসু, অর্ণব সাহা প্রমূখ।
অনুষ্ঠানে পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী,সমাজ কর্মী ক্রীড়া ব্যক্তিত্ব সমীর দাস, লিটন হোসেন,সাংবাদিকবৃন্দ,প্রথম আলো পত্রিকার বন্ধুসভার নেতৃবৃন্দসহ শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।