এস.এম.শামীম দিঘলিয়া,খুলনা// দিঘলিয়া ভৈরব নদীর ওপর ব্রীজ নির্মানের জন্য অধিগ্রহণকৃত জমির স্থাপনা হতে মালামাল চুরির ঘটনায় ১ জনের নামে ও ৪/৫ জনকে অজ্ঞাত উল্লেখ করে দিঘলিয়া থানায় মামলা হয়েছে।
সূত্র মতে খুলনা সড়ক বিভাগের দিঘলিয়া (রেলিগেট – আড়ুয়া-গাজীরহাট-তেরখাদা) জেলা মহাসড়কে( জেড-৭০৪০)১ম কিলোমিটারে ভৈরব নদীর ওপর ভৈরব সেতু নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে।গত ২৯/০৯/২২ইং তারিখে জেলা প্রশাসক খুলনা অধিগ্রহণকৃত জমির মূল মালিক গনকে ক্ষতিপূরনের টাকা চেকের মাধ্যমে প্রদান করেন।এর মধ্য দিয়ে উক্ত এলাকার জমি,স্থাপনা সহ সকল মালামাল (ব্যবহার্য্য) অস্থায়ী মালামাল সরকারি বলে গন্য হয়,যা সড়ক বিভাগ নিলামের মাধ্যমে মালামাল বিক্রয় করে সেতু ও সড়কের জন্য পরিস্কার জায়গা উন্মুক্ত করবেন।কিন্তু এরই মধ্যে উক্ত অধিগ্রহণকৃত এলাকা হতে বিভিন্ন বাড়ীঘর হতে মালমাল চুরি করে নিয়ে যাচ্ছে বলে সড়ক বিভাগ জানতে পারে,ফলে গত ০৭/১১/২০২২ইং তারিখ দুপুরে সড়ক উপ বিভাগের-০২ খুলনা এর কার্য সহকারী মোঃ জলিলুর রহমান থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
দিঘলিয়া থানার জিডি নং-২৮৯।ওই দিনই দিঘলিয়া থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন কে বা কাহারা দেয়াড়া খেয়াঘাট এলাকার কৃষান রাইস মিলের মধ্যে কিছু কাঠের ও লোহার মালামাল গোপনে রাখা হয়েছে।খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্ব প্রাপ্ত) টিপন কুমার সরকার এর নেতৃত্বে এস আই রানা প্রতাপ ও এ এস আই শাহিদুল ইসলাম সহ সংঙ্গীয় ফোর্স নিয়ে রাত আনুমানিক ১২ টার দিকে অভিযান পরিচালনা করেন।এসময় উক্ত রাইস মিলের মধ্যে রাখা কাঠের ও লোহার মালামাল জব্দ করে।এলাকা বাসীর সাথে কথা বলে জসনতে পারে উক্ত মালামাল অধিগ্রহণকৃত এলাকা দিঘলিয়া ইউনিয়ন এর দেয়াড়া ০৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নওশের মোল্লার বড় ছেলে ও উপজেলা বিএনপির সাইফুর রহমান মিন্টু মোল্লা এখানে এনে রেখেছেন।
পরে থানা পুলিশ ওই ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আতিকুল ইসলাম ও উক্ত রাইস মিলের মালিক মিল্টন শেখ এর জিম্মায় রেখেছেন।এ খবর জানতে পেরে সওজ সড়ক উপ বিভাগ-০২ খুলনা এর কার্য সহকারী মোঃ জলিলুর রহমান(৫০) বাদী হয়ে গতকাল ০৯/১১/২০২২ইং তারিখে দিঘলিয়া থানায় সাইফুর রহমান মিন্টু (৫১) পিতা- মৃত নওশের মোল্লা সাং-দেয়াড়ার নাম উল্লেখ করে আরও ৪/৫ জন অঙ্গাত ব্যাক্তির নামে মামলা দায়ের করেন।দিঘলিয়া থানার মামলা নং-০১,তাং-০৯/১১/২০২২ইং।
মামলায় উল্লেখ করা হয় মিন্টু মোল্লা অধিগ্রহণকৃত এলাকায় তার বাড়ী হতে কাঠের নকশাকৃত ৪ টি জানালা,জানালার থাইগ্লাস ১টি,দরজার নকশাকৃত কাঠের পাল্লা ৪ টি,দরজার ফ্রেম ৩ টি,লোহার গ্রীল ৩ টি যার আনুমানিক বাজার মূল্য ১,১০,০০০/=(এক লক্ষ দশ হাজার টাকা মাত্র)।
এ বিষয়ে জানতে চাইলে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্ব প্রাপ্ত)রিপন কুমার সরকার বলেন সড়ক বিভাগ চুরির ঘটনায় মামলা দায়ের করেছেন,জিম্মায় থাকা মালামাল উদ্ধার দেখানো হবে,আসামী গ্রেফতারের জন্যে অভিযান পরিচালনা করা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।