মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা খুলনা প্রতিনিধি //বটিয়াঘাটা সকল ক্লাস্টারের ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে সুন্দর হাতের লেখা ও শ্রুতিলিখন প্রতিযোগিতা আজ বুধবার বিকাল তিনটায় স্থানীয় থানা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর ও আগ্ৰহী হয়ে ওঠেন । পাশাপাশি শ্রুতিলিখন প্রতিযোগিতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের শোনার দক্ষতা বৃদ্ধি পাবে । উক্ত প্রতিযোগিতা বাস্তবায়ন করেন উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর বিএম আসিক বিন আজাদ।
অনুষ্ঠানে বিচারকমন্ডলী ছিলেন,বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক প্রবীর কুমার সেন,খগেন্দ্রনাথ মহিলা কলেজের সহযোগী অধ্যাপক সুজন কুমার বাছাড়।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,শিক্ষক দিপালী মন্ডল,গৌতম বালা, বিশ্বজিৎ সরকার,অরুনাগোলদার,রোমানা শারমিন,মোঃ হুমায়ুন কবির সহ ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।