খুলনার খবর // টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের এক ফাইনালিস্ট ঠিক হয়ে গেছে। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পা রেখেছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ভারত।
অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে টসে হেরে আগে ব্যাটিংয় করছে ভারত। আজকের ম্যাচে জয়ী দল খেলবে আগামী ১৩ নভেম্বর ফাইনালে পাকিস্তানের মুখোমুখি।
বি’- গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে আসে ভারত।
‘এ’- গ্রুপের রানার্সআপ ইংল্যান্ড। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের মধ্যে কেবল দক্ষিণ আফ্রিকার কাছে হারে ভারত। বাকি চার ম্যাচে জিতেছে।
অপরদিকে ‘এ’ গ্রুপের রানার্সআপ ইংল্যান্ডও কেবল এক ম্যাচেই হেরেছে। বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করে আরেক ম্যাচে।
ভারতের হয়ে ব্যাট হাতে এ আসরে সর্বোচ্চ ২৪৬ রান বিরাট কোহলির, ২২৫ রান সূর্যকুমার যাদবের। বল হাতে ১০ উইকেট পেয়েছেন আর্শদিপ সিং।
অপরদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশদের বোলিং বিভাগে নেতৃত্ব দিচ্ছেন স্যাম কারান। আফগানিস্তানের বিপক্ষে ১০ রানে ৫ উইকেটসহ তাঁর ঝুলিতে আছে ১০ উইকেট।
অ্যাডিলেডের এই পিচে ১৬০ রান ভালো পুঁজি হতে পারে আগে ব্যাট করা দলের জন্য। পিচ থেকে স্পিনাররা একটু সুযোগ পেতে পারে। যা ভারতের জন্য হতে পারে টার্নিং পয়েন্ট। ইংল্যান্ডকে সুবিধা এনে দিতে প্রস্তুত আছেন আদিল রশিদ, যিনি সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি বোলারদের তালিকায় উঠে এলেন আট নম্বরে।
সমীকরন বলছে টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইতে এগিয়ে আছে ভারত। ২২ দেখায় ভারতের জয় ১২টি, ইংলিশদের ১০টি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।